জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার দুই ব্যাংক কর্মী

অশোকনগর থানার অন্তরগর্ত ঈশ্বরীগাছা এলাকায় একটি ব্যাংকে চেক জালিয়াতি করে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় পুলিশ তদন্তে নেমে আগেই চারজনকে গ্রেপ্তার করে ছিল। এরপর তাদেরই জিজ্ঞাসাবাদ করে এবার সেই চক্রের মূল মাস্টারমাইন্ড সেই ব্যাংকেরই রিকভারি ম্যানেজার অভিজিৎ দত্ত কে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর,অভিযুক্তের বাড়ি হুগলি জেলার মগরা থানা এলাকায়।
অপরদিকে বেসরকারি আরেকটি ব্যাংকের রিকভারি ম্যানেজার শান্তনু দাস। সেও এই চক্রের সাথে যুক্ত থাকার কারণে তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু দাসের বাড়ি হাড়োয়া থানা এলাকায়। দুই ব্যাংকের দুই রিকভারি ম্যানেজারকে শনিবার সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে পাঠানো হয় বারাসাত আদালতে।

অশোকনগর : শান্তনু বিশ্বাস