রাজীব,মালদাঃ  গোপন সূত্রে অভিযান চালিয়ে বেআইনি আফিনের আঠা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় নগদ অর্থ ২ লক্ষ ২০ হাজার টাকা। পাশাপাশি ধৃত ওই মাদক কারবারি কাছ থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ৬০০ গ্রাম বেআইনি আফিন আঠা।  যার বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ । এই বেআইনি আফিন আঠা দিয়ে ব্রাউন সুগার বা অন্য কোনো ধরণের মাদক দ্রব্য তৈরি করা হতো বলে মনে করছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক কারবারির নাম সফিকুল সেখ (৪২)। দীর্ঘদিন ধরেই অভিযুক্তের বিরুদ্ধে বেআইনিভাবে মাদক পাচারের অভিযোগ ছিল। তবে ধৃত সফিকুল শেখের বাড়ি থেকে নগদ দুই লাখ কুড়ি হাজার টাকা উদ্ধার হয়েছে । তাতেই পুলিশ মনে করছে বেআইনি মাদক বিক্রি করে এই টাকাগুলি সংগ্রহ করেছিল অভিযুক্ত ব্যক্তি। তবে এই বেআইনি আফিনের আঠাগুলি রফিকুল ইসলাম কোথা থেকে জোগাড় করেছিল এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছেন কালিয়াচক থানার পুলিশ।অভিযুক্তকে বুধবার মালদা জেলা আদালতে তোলা হয়।