জাল আধার কার্ড তৈরির অভিযোগে,ধৃত ৩

যত কাণ্ড সেই ঝাড়গ্ৰামে। এবার ভুয়ো আধার কার্ড চক্রের হদিশ মিলল এই জেলায়। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোপীবল্লভপুর ১ নং ব্লকের সারিয়ার সুমন এন্টারপ্রাইজ নামে একটি দোকানে সোমবার হানা দেয়। সেখান থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে তিন যুবকে গ্ৰেপ্তার করে। তাদের নাম অমরেশ ভূঁইয়া, সুমন সাহু ও সমির রানা। ধৃতদের কাছ থেকে ওয়েবকেম, ল্যাপটপ,ডকুমেন্ট স্কেনার,ফিংগার প্রিন্ট স্কেনার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আসামের আইডি ব্যবহার করে ওই তিন যুবক জাল আধার কার্ড তৈরির ব্যাবসা ফেঁদে বসেছিল বলে জানিয়েছেন গোপীবল্লভপুর থানার পুলিশ। আধার কার্ড তৈরি করার জন্য কারো কাছে ৪০০ টাকা ও কারো কাছে ৫০০ টাকা নেওয়া হতো বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে সেই আধার কার্ড গুলি যে জাল তা কিন্তু ওই এলাকার বাসিন্দারা জানতেন না। বিষয়টি এলাকায় জানাজানি হতেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই এলাকার কতজন মানুষ তাদের কাছে প্রতারিত হয়েছে তা খতিয়ে দেখছে গোপিবল্লভপুর থানার পুলিশ। সেই সঙ্গে এর সাথে আর কারা জড়িত রয়েছে তা জানার জন্য পুলিশ বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। জাল আধার কার্ড কাণ্ডে অভিযুক্ত ধৃত তিন জনকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। এরপর ওই তিন ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানায়।

ঝাড়গ্রাম : সুমন পণ্ডিত