গত মার্চ মাসের ২৮ তারিখ নিউটাউনের এক ব্যবসায়ী নিউটাউন থানায় অভিযোগ করেছিলেন যে,তাকে ভুয়ো জমি ও জাল দলিল দেখিয়ে কোটি টাকার প্রতারণার করে নদিয়ার বাসিন্দা আহিদ আলী মোল্লা নামে এক ব্যাক্তি। সেই অভিযোগের ভিক্তিতে নিউটাউন থানার পুলিশ তদন্তে নেমে আসানসোল থেকে আহিদ আলী মোল্লাকে গ্রেফতার করে বারাসাত কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেয়। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত আরো একজনের নাম জানতে পারে। তার নাম সঞ্জয় বৈদ্য। এরপরই পুলিশ সঞ্জয়ের খোঁজ শুরু করে। অবশেষে সঞ্জয়কে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের খলিশা কোটা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর,আহিদ আলী মন্ডলকে সব রকম কাজে সাহায্য করত এই সঞ্জয়। এরপর তাকে বারাসাত আদালতে তোলে পুলিশ।

নিউটাউন:শাকিল মোস্তাক