বৃহস্পতিবার রাতে সিঙ্গুর থানার পুলিশ টহল দেওয়ার সময় পুলিশের নজরে পরে রতনপুর এলাকায় একটি টাটা সুমো দাঁড়িয়ে আছে।
পুলিশ কাছে যেতেই দুষ্কৃতিরা ছুটে পালালোর চেষ্টা করে। চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে ধরে ফেলে পুলিশ। সূত্রের খবর,এই দুষ্কৃতি দলটি দক্ষীন ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার। ধৃতদের নাম সেখ সাহিদ ও ইরান মোল্লা। ধৃতদের কাছ থেকে একটা পাইপ গান ও দু রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। তাদের কে চন্দননগর আদালতে পাঠায় পুলিশ।
সিঙ্গুর : কৌশিক কোলে
