বালিঃ ২৮শে জুন ২০২২ অর্থাৎ মঙ্গলবার বেলা সাড়ে ৮ টা নাগাদ বালি পুলিশ স্টেশনের কর্মরত পুলিস অফিসার ও ফোর্স বালি পুলিশ স্টেশনের অধীনে বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটের একটি দোকানে অভিযান চালিয়ে পবন আগরওয়াল, দীপক কুমার, তরুণ মণ্ডল ও সতীশ সিং নামে চার জন অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নগদ ৭৯৪০/- টাকা জুয়া খেলার টাকা হিসাবে বাজেয়াপ্ত করা হয়েছে। জুয়া আইনের অধীনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
অঙ্কিতা মণ্ডল, রিপোর্টার
