করোনার তৃতীয় ঢেউ আসার আগে রাজ্য সরকারের পাশাপাশি সতর্কতা মূলক পদক্ষেপ নিতে শুরু করেছে ঝাড়গ্ৰাম জেলা প্রশাসন। বেশ কিছুদিন আগে জেলা প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছেন যে, ঝাড়গ্রাম শহর ওয়ার্ডের ১৪ টি এলাকায় এবং সাঁকরাইলের কুলটিকরী বাজার ২২ জুলাই ভোর ৫ টা থেকে ৩১ জুলাই ভোর ৫ টা পর্যন্ত কন্টেনমেন্ট জোন হিসাবে থাকবে। সেই মতো এদিন বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশের কড়া নজর দারি চলছে সাঁকরাইল থানার অন্তর্গত কুলটিকরী এলাকায়। সাঁকরাইল থানার পুলিশ সক্রিয়তার সঙ্গে ভূমিকা পালন করছেন। কোনও মানুষ কে এই কনটেইনমেন্ট জোন,বাজার এলাকায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জরুরী পরিষেবা ছাড় আছে। কনটেইনমেন্ট জোন এলাকায় খোলা রয়েছে শুধুমাত্র ওষুধের দোকান ও ব্যাংক।
সাঁকরাইল : সুমন পন্ডিত
