শনিবার রাতে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকা থেকে দুই সন্দেহভাজন যুবককে আটক করে ঝাড়গ্রাম থানার পুলিশ। তাদের কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এরপর ঝাড়্গ্রাম থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে অস্ত্র আইনে মামলা রুজু করে। রবিবার ধৃত দুই যুবককে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবি দের বক্তব্য সোনার পর ধৃত রোহিত পান্ডে ও গুরুপদ সিং কে তিনদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন । ঝাড়গ্রাম থানার পুলিশ ওই দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । তারা কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং কি কারনে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিল তা জানার চেষ্টা করছে ঝাড়গ্রাম থানার পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ঝাড়গ্রাম : সুমন পন্ডিত
