দমদম থানা ও ঘুঘুডাঙ্গা ফারির যৌথ উদ্যোগে দমদম রোডের হনুমান মন্দির সংলগ্ন ক্লাব টাউন আবাসনে দুয়ারে পুলিশের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন দমদম থানার আইসি সুবীর রায়,ঘুঘুডাঙ্গা ফাঁড়ির ওসি সুজয় সরকার, কামারডাঙ্গা ফারির ওসি বিভাস রায় এছাড়াও উপস্থিত ছিলেন দমদম রোড এস বি আই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সাগর কুমার বিশ্বাস ও আবাসনের আধিকারিক গণ। মূল বিষয় আলোচনা হয় দিন দিন আমাদের সমাজে সাইবারক্রাইমের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সেই ব্যাপারে আবাসনের অধিবাসীদের সচেতন করা হয়। এই অনুষ্ঠানটি ভার্চুয়লি করা হয় এবং সাধারণ মানুষকে বোঝানো হয় কি করে নিজেদের প্রতারিত হওয়ার থেকে আটকানো যায়।

দমদম : রনক রায়