সমীর পাত্র,হাওড়া : 25 শে জুন বেলা 12 টায় চ্যাটার্জি পাড়া ট্রাফিক গার্ডে অফিসে ব্যাঁটরা থানা এবং দাস নগর ট্রাফিক গার্ডের সহযোগিতায় প্রায় 60 জন দুস্ত মানুষের হাতে আহার তুলে দেন দাস নগর ট্রাফিক গার্ডে র সি আই এবং ব্যাটারা থানার আধিকারিক ও ব্যাটারা ট্রাফিক গার্ডে র অফিসাররা।
