হাওড়া ৬ নং জাতীয় সড়কে হঠাৎই দুটো লরি যান্ত্রিক গোলযোগের জন্য বিকল হয়ে পড়ে। তার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি ছিল। নিবড়ে ট্রাফিক গার্ড পুলিশ ক্রেন এর আসার অপেক্ষা না করে নিজেরাই প্রধান রাস্তা থেকে ঠেলে রাস্তার একপাশে করে দেয়। পুলিশের এই কাজের জন্য দ্রুততার সহিত জ্যাম কেটে যায়।