
গত 04/09/2021 তারিখে বিধাননগরের বাসিন্দা শ্যামা চ্যাটার্জি সিটি পুলিশের প্রিপেইড ট্যাক্সি পরিষেবা থেকে একটি ট্যাক্সি ভাড়া করেছিলেন। তার গন্তব্যে পৌঁছানোর পর,তিনি দেখেন যে,তিনি তার ব্যাগটি নিতে ভুলে গিয়েছেন। তার ব্যাগে ছিল 13000/- এবং কিছু গুরুত্বপূর্ণ নথি। যা তিনি ওই ভাড়া করা ট্যাক্সিতে ফেলে নেমে গেছেন। এরপর তিনি NSCBI ট্রাফিক গার্ডের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি জানান। তার তথ্য অনুসারে,ট্যাক্সিটির সন্ধান শুরু করে NSCBI ট্রাফিক গার্ড। পরবর্তীতে সেই ট্যাক্সিটি খুঁজে বের করা হয়। ওই ট্যাক্সিটির ড্রাইভার টাকা এবং সমস্ত ডকুমেন্ট জমা দেয় যা যথাযথ ভাবে বিধাননগরের বাসিন্দা শ্যামা চ্যাটার্জির হাতে 06/09/2021 তারিখ তুলে দেওয়া হয়।
নিউটাউন : সাকিল মুস্তাক
