সোমবার রাতে হাবড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জয়গাছি রথতলা এলাকায় হানা দিলে হাতেনাতে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ ,তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করে এক রাউন্ড কার্তুজ ও একটি পাইপগান।পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্ত কৃষ্ণ সাহা আর একজন বিশু দাস দুজনেই বাড়ী অশোকনগর থানার বনবনিয়া এলাকায়।
অভিযুক্তরা পুলিশি জেরায় স্বীকার করেছে ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল তারা ।
দুই অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। মঙ্গলবার দুই অভিযুক্তকে বারাসত আদালতে পাঠানো হয়েছে।
