শনিবার রাতে অশোকনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হরিপুর মাঠ এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে পংকজ বাড়ই, শাজাহান মন্ডল, আজগর আলী মন্ডল, লোকনাথ মন্ডল চারজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃতদের তল্লাশি চালিয়ে ছুরি রড ও ভোজালি উদ্ধার করে পুলিশ।পুলিশি জেরায় অভিযুক্তরা স্বীকার করেছে ডাকাতি উদ্দেশ্য জড় হয়েছিল তারা।রবিবার চার জনকে বারাসত আদালতে পাঠানো হয়েছে অশোকনগর থানার পক্ষ থেকে।এই ডাকাতির দলের সাথে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।