ডাকাতির ছক বানচাল করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ডাকাতির আগেই ধারালো অস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী।পুলিশ সুত্রে জানা গিয়েছে,১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে ঠাকুর নগরের একটি মন্দিরের পিছনে ডাকাতির উদ্যেশে জোড় হয়েছিল।গোপন সুত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ হানা দিলে বেশ কিছু দুস্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন স্বপন সরকার, সুজিত মন্ডল,গোপা সরকার যে মাইকেল মধুসুধন। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কর্মের অভিযোগ রয়েছে বলেও জানাগিয়েছে। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় বলে সূত্রের খবর।।