করোনা পরিস্থিতিতে রক্তের চাহিদা অনেক বেড়েছে, কারণ রক্তদান শিবির খুব বেশি হচ্ছেনা। সিরিটি ভোরের আলো ক্লাবের তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। করোনা বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনার জন্য যে সব ডাক্তার ও স্বাস্থ কর্মীরা মারা গেছে তাঁদের কে উৎসর্গ করে এইদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 116 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা সিং ও 117 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমিত সিং ও MIC তারক সিং। আর যারা এই মহান কাজের সাথে যারা যুক্ত তাদের পাশে সব সময় থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন হরিদেবপুর থানা , এলাকার মানুষ জন। এই দিন ক্লাবের সদস্যরা একটাই বার্তা দেন যে, এই মূহুর্তে রক্তের ঘাটতি মেটাতে দলগতো নিরবিশেষে সবাই এগিয়ে আসুন। একটা মানুষের জীবন ফেরাতে আপনাদের মূল্য বানরক্তে দানের মাধ্যমে।