ময়লার ভ্যাটের পাশে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে পড়ে রইল এক অসুস্থ্য বৃদ্ধ। এমন ঘটনায় বাকরুদ্ধ সচেতন বাসিন্দারা। বনগাঁ থানার অন্তরগর্ত ট-বাজার এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনা স্থলে আসেন বনগাঁ থানার পুলিশ। এরপর শনিবার বিকেলে বৃদ্ধকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করে বনগাঁ থানার পুলিশ। বৃদ্ধর পরিচয় জানতে খোঁজ খবর শুরু করেছেন পুলিশ।
বনগাঁ : শান্তনু বিশ্বাস
