গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের ডোমকল থানার একটি টিম ঝাউবেড়িয়া মহরমতলা মাঠের কাছে হানা দেয়, গ্রেফতার হয় আশরাফুল মণ্ডল (৫২) নামে এক ব্যক্তি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী ৭ মিমি পিস্তল, চার রাউন্ড ৭ মিমি ‘লাইভ’ কার্তুজ, এবং ৯৮ রাউন্ড ১২ বোরের ‘লাইভ’ কার্তুজ। নির্দিষ্ট ধারায় রুজু হয়েছে মামলা, ধৃতকে পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে যথাসময়ে আদালতে পেশ করা হবে। মামলায় আরও বিশদে তদন্ত চলছে।
