ঝাড়গ্রাম:সুমন পন্ডিত

 

 

গোপন সূত্রে খবর পেয়ে, ঝাড়গ্রাম থানা এলাকার কলাবনী, ধানঘোরী, আন্ধারীশোল এলাকায় চোলাই মদের ভাটিতে যৌথ ভাবে হানা দিল পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। বেআইনিভাবে চোলাই মদ তৈরি করে বিক্রি করা হচ্ছে বলে খবর পায় পুলিশও আবগারি দপ্তর। এদিন ঝাড়গ্রাম রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর, ঝাড়গ্রাম রেঞ্জের তত্ত্বাবধানে খড়গপুর আবগাড়ি এবং ঝাড়গ্রাম পুলিশ লাইনের যৌথ তল্লাশি অভিযান চালিয়ে ওই এলাকা গুলি থেকে ২৫০ লিটার চোলাই মদ নষ্ট করে এবং ৭০০০ হাজার লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে পুলিশ ও আবগারি দফতর এর কর্মীরা।