তারাকেশ্বরে উদ্বোধন হলো রেল পুলিশ ইনভেস্টিগেশন সেন্টার।
৭৫ তম স্বাধীনতা দিবসে ভবনের উদ্বোধন করেন রেল পুলিশের পশ্চিমবঙ্গ শাখার ডিজি এন্ড আই জি পি অধীর শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন এস আর পি হাওড়া পঙ্কজ ত্রিবেদী। জেলার এডিশনাল এস পি সহ অন্যান্ন জি আর পি থানার আধিকারিকরা। মূলত এতদিন রেলের অপরাধ মূলক কাজের তদন্তের স্বর্থে অভিযুক্তদের কামারকুণ্ডু জি আর পি থানায় নিয়ে যাওয়া হতো। এবার থেকে তারকেশ্বরে উদ্বোধন করা পুলিশ ইনসভেস্টিকেশন সেন্টারে সমস্ত অপরাধ মুলক কাজের তদন্ত হবে বলে জানান রেল অধিকারীকরা।
তারকেশ্বর : কৌশিক কোলে
