দক্ষিণ দিনাজপুর :সুমন ভৌমিক

 

বালুরঘাটে আয়োজিত হলো স্বয়ংসিদ্ধা স্বনির্ভর গোষ্ঠীর মেলা।বালুরঘাট পৌরসভার সুরেশ রঞ্জন পার্কে মেলার শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা সহ সাতটি পৌরসভা নিয়ে
সাত দিন ব্যাপী চলবে এই মেলা ।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা রয়েছে মেলা চত্বরকে।প্রতিদিন দুপুর থেকে রাত্রি আটটা পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সামগ্রী ক্রয় বিক্রয় করা যাবে বলে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে।