লেকটাউন: রেখা নস্কর
রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস এর উদ্যোগে সমস্ত দুর্গা পুজো,কালী পুজো,জগদ্ধাত্রী পুজো,স্বরস্বতী পুজো,গণেশ পুজো,ছট পুজো ও ঈদ কমিটির সদস্যদের বিনামূল্যে কোভিশিল্ডভ্যাকসিন দেওয়া শুরু হলো। আজ সকাল ১০ টা থেকে ৫ ই আগস্ট পর্যন্ত চলবে এই কোভিশিল্ড টিকাকরণ শিবির লেকটাউনে। এই অনুস্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা।
