সাকিল মুস্তাক,নিউটাউন :-  নিউটাউনে একটি সোনার দোকানে দিনে দুপুরে ডাকাতি। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।নিউটাউন থানার অন্তর্গত, নিউটাউন কেষ্টপুর মিশন বাজারে কর্মকার জুয়েলার্সে আনুমানিক 11.30 সময় 2 দুষ্কৃতী দিনে দুপুরে দোকানে ঢুকে ডাকাতি। 13 টি সোনার চেইন, 1 টি সোনার আংটি। দোকানে ঢুকে ডাকাতি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দোকানের মালিকের নাম- ভাস্কর কর্মকার, কেষ্টপুর  ঘোষ পাড়ার বাসিন্দা। ঘটনার তদন্তে নিউ টাউন থানার পুলিশ।