দীর্ঘদিন ধরেই বারাসাত নপাড়ার বাসিন্দারা অভিযোগ করে আসছিল তাদের বাড়ির সামনে থেকে একাধিক জিনিস চুরি হচ্ছে। কখনো বাড়ির সামনে থাকা সাইকেল, কখনো আবার বাড়ির সামনে থাকা লোহার রড সহ বিভিন্ন সামগ্রী। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারাসাত থানার পুলিশ নপাড়া এলাকা থেকে ওই দুই চোর কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতরা হলো বাবাই পাত্র ও সোমনাথ ভট্টাচার্য। সোমবার ধৃত দুই চোরকে বারাসাত আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে তাদের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

বারাসাত :প্রদীপ দাস