সমরেশ রায়,পাথরপ্রতিমা:  পাথরপ্রতিমা থানা সহযোগিতায় দুস্থ ও বানভাসি মানুষের পাশে সাহায্যের হাত বাড়ালে বি .এন. আর .পি পাথর প্রতিমা ।দূর্বা চটি ব্লকের তিনটি গ্রামে প্রায় 200 থেকে250 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বি.এন . আর .পির কর্ণধার ও নেত্রী স্বর্ণকার সরকার ; প্রত্যেকের হাতে .মুড়ি .বিস্কুট. ছাতু .রুটি .আরো অন্যান্য সামগ্রী ,তুলে দেন। প্রচন্ড বৃষ্টির মধ্যেও পাথর প্রতিমা থানার ওসি সঞ্জয় কুমার দে গ্রামের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।সেখানে উপস্থিত ছিলেন দলের সহযোদ্ধারা . শাবানা আহমেদ. হরেকৃষ্ণ জানা. তুশার রক্ষিত .শক্তিমান চক্রবর্তী .আরো অন্যান্যরা.|