গ্যাস বোঝাই লড়ির সাথে উলটো দিক থেকে আসা চাল বোঝাই লড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু হয় এবং আহত হয় ১ জন। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের পিসলা এলাকার ৩৪ নন্বর জাতীয় সড়কে। এই ঘটনার জেরে এলাকায় বেশ কিছু সময় যানজট হয়।খবর পেয়ে আসে করণদিঘী থানার পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যাস বোঝাই লড়ির চালকের ও আহত হয় খালাসি।আহতকে উদ্ধার করে করণদিঘী গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয় এবং মৃত ব্যাক্তিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ ঘাতক গাড়ি দুটিকে নিজেদের হেপাজতে নিয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে করণদিঘী থানার পুলিশ।মৃত গাড়ির চালকের নাম রাম। তার বাড়ি বিহারে। স্থানীয় সুত্রে জানাজায় দ্রুত গতিতে থাকার জন্য নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।