সৌরভ নস্কর,দক্ষিণ 24 পরগনা :  গোটা বিশ্বে করোনার গ্রাসে। করোনা সংক্রমণ রুখতে টিকারণই একমাত্র পথ। দক্ষিণ 24 পরগনা জেলার প্রতিটি মানুষের দুয়ারে টিকা সোনারপুরে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক পি. উল্কা নাথান । সকল মানুষকে ভ্যাক্সিনেশন নেওয়ার উদ্দেশ্যে ভ্রাম্যমাণ টিকাকরণ গাড়ি নিয়ে ডায়মন্ডহারবার পৌর এলাকার মাধবপুরে নিয়ে হাজির হন ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা। আজ ডায়মন্ড হারবারে মাধবপুরে মোট 60 জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়। দুয়ারে ভ্যাকসিনেশন প্রকল্প কে সাধুবাদ জানান সাধারণ মানুষ। ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা বলেন, রাজ্যে উদ্বেগজনক করোনা পরিস্থিতি এই পরিস্থিতিতে ভ্যাক্সিনেশন একমাত্র পথ। লকডাউন এর জন্য রাস্তায় নেই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা সেই কারণে বহু মানুষ টিকাকরণ কেন্দ্রে পৌঁছতে পারছে না। সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে দক্ষিণ 24 পরগনা জেলাশাসক যে অভিনব উদ্যোগ নিয়েছিলেন। এর মাধ্যমে সমস্ত মানুষ যাতে টিকা করনের জন্য টিকাকেন্দ্রে দৌড়াতে না হয় সেই জন্য দুয়ারে টিকাকরণ কর্মসূচি পালন করছি। প্রতিদিনই ভাম্যমান টিকাকরণের গাড়ি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড গুলিতে পৌঁছে যাবে এবং এই গাড়ি থেকে অভিজ্ঞতা চিকিৎসকের পরামর্শে মানুষজন যাতে নিরাপদে ও কোভিড স্বাস্থ্যবিধি মেনে করোনার টিকা নিতে পারে সেদিকে আমরা বিশেষ ব্যবস্থা রাখছি।ডায়মন্ড হারবার এর পাশাপাশি দুয়ারে ভ্যাক্সিনেশন ক্যাম্প শুরু হয় বারাইপুরে।