দ্বিতীয় বারের দুয়ারে কর্মসূচি চলছে সারারাজ্যে জুড়ে। তৃতীয় দিনে হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকরা দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌর এলাকায় বাঁশবেড়িয়া হাইস্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। আর এই ক্যাম্পে হঠাৎ-ই পরিদর্শনে আসেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা সার্কেলের সি আই অরূপ ভৌমিক, মগরা থানার ও সি সুব্রত দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

হুগলি : পলাশ চক্রবর্তী