রাজেন্দ্র নাথ দত্ত,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার আন্দি গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু এক কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের । পুলিশ জানিয়েছে মৃতের নাম সিদ্ধার্থ ঘোষ (৩৭) সাথে জখম হয়েছেন দেবব্রত ঘোষ।বুধবার গভীর রাতে বড়ঞা থানার আন্দি বাজারে সিভিক ভলান্টিয়ারের কাজ করছিলেন তখন কোন গাড়ি এসে ধাক্কা মারে এবং গুরুতর জখম হন দুজনেই। কান্দী মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন সিদ্ধার্থ ঘোষ কে। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় দেবব্রত ঘোষ কে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। যদিও ঘাতক গাড়ি টিকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ প্রশাসন। তবে দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কিছু ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
