নিবড়া জাতীয় সড়কের উপর দিয়ে টোটো গাড়ি, তিন চাকা ইঞ্জিন ভ্যান,অবাধে যাতায়াত করাতে থাকে। নিবড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে তাদের সাবধান করা সত্বেও আইন অমান্য করে চলে এইসব গাড়ির চালকরা। অগত্যা ট্রাফিক গার্ড ইনচার্জের নেতৃত্বে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। সচরাচর সবাই দেখে থাকেন পুলিশ গাড়ি আটক করছে বা ফাইন করছে। কিন্তু এই নিবড়া জাতীয় সড়কে অন্যরকম ছবি দেখা গেল। যারা আইন অমান্য করছেন তাদেরকে দিয়ে রাস্তার ধারে ঘাস পরিষ্কার করান হচ্ছে। কথায় আছে এক ঢিলে দুই পাখি মারা সেই কাজই বাস্তবে করে দেখালেন ট্রাফিক গার্ড ইনচার্জ। একদিকে রাস্তার ধারে ঘাস পরিস্কার হলো অন্যদিকে যারা আইন ভাঙছিল তারা উচিত শিক্ষা পেলো।

হাওড়া : দেবাশীষ গুছাইত