করেয়া কদম্বগাছির এক তরুনীকে মাস তিনেক আগে প্রেম করে বিয়ে করে রাজারহাট নারায়নপুরের যুবক বছর 24-এর পাপাই মন্ডল। যুবকের বাড়ি প্রথমে মেনে না নিলেও পরে সামাজিক রিতি মেনেই আবার বিয়ে হয় তাদের। বিয়ের কয়েকদিন পর যুবক মোবাইল সূত্র ধরে জানতে পারে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। এ নিয়ে তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। গত কয়েকদিন আগে হাড়োয়া রোড স্টেশনে তরুনীর মাসির বাড়ি এলে যুবককে আটকে রাখা হয় বলে অভিযোগ পরিবারের। আজ সকালে যুবকের পরিবারের সদস্যরা ফোন মারফৎ জানতে পারে যুবক মারা গিয়েছে। তারা এসে দেখেন যুবকের মুখ দিয়ে গ্যাঁজা ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার মৃত দেহ। পরিবারের সন্দেহ যুবককে মেরে খুন করা হয়েছে। যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় যুবককে খুন করেছে নববধূ ও পরিবারের অন্যান্য সদস্যরা। পুলিশ সূত্রে খবর,মৃতের পাশে একাধিক খালি ঔষধের খাম পাওয়া গিয়েছে।পুলিশের অনুমান একাধিক ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে যুবক। জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটক করেছে নববধূ ও তার মাসি এবং মাসির স্বামী কে। দেহ উদ্ধার করে বিশ্বনাথ পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর দেহটি ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠায় দেগঙ্গা থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

দেগঙ্গা : শান্তনু বিশ্বাস