সরকারি অফিসারের পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল তেহট্ট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় তারা খাদ্য নিয়ামক দপ্তরের পরিচয় দিয়ে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলছিলেন । এরপর তাদের দেখে স্থানীয় মানুষের সন্দেহ হলে তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ। ঘটনাটি ঘটে তেহট্ট বাজার এলাকায় । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর না মেলায় এবং সঠিক নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করে। ধৃতদের আজ তেহট্ট আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।

নবদ্বীপ : কাজল বসাক