দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো তে প্রতিদিনই বহু মানুষ যাতায়াত করেন। আর বর্তমানে টানা বৃষ্টির ফলে অফিস টাইমে মেট্রো খুব ধীর গতিতে চলান হয়। যার ফলে নিত্য যাত্রীদের হয়রানির শিকার হতে হয়। কিন্তু আজ সকালে দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো তে একটি ভয়াবহ ঘটনা ঘটে। সেখানে কদিনের টানা বৃষ্টির জেরে ধ্বস নামে প্রায় 200 মিটার এরিয়া জুড়ে। এই ধ্বস নামারা খবরটি মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়। এছাড়াও তারা জানান অতিবৃষ্টির ফলে বরানগর ও নোয়াপাড়ার মাঝখানে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর প্রায় 100 জন কর্মী কাজে লেগে পরেছে।