গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া শহরের একটি মোটর সাইকেল গ্যারেজে বাঁকুড়া জেলা পুলিশ ও আবগারি দপ্তর ২৬ শে আগস্ট হানা দিয়ে বিপুল পরিমান নকল মদ উদ্ধার করেছিল বাঁকুড়া জেলা আবগারি দপ্তর। একই সঙ্গে ঐ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছিল বাঁকুড়া জেলা পুলিশ। তার কিছুদিন পরেই পূর্ব বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলার সীমান্তবর্তী এলাকা বাগিচাবাঁধ চেকপোষ্টে ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারীর নেতৃত্বে নাকা চেকিং – এর সময় আবারো চোলাই মদ আটক করে ইন্দাস থানার পুলিশ। স্কুল ব্যাগের মধ্যে পলিথিনে ভরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মোটরবাইকে করে যাবার সময় চেকপোষ্টে ইন্দাস থানার কর্মরত পুলিশ কর্মীরা তাকে আটক করে। তার কাছ থেকে পাওয়া যায় ৫০ লিটার চোলাই মদ। এরপর বাইক আরোহীকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। এরপর তাকে বিষ্ণুপুর কোর্টে পাঠায় ইন্দাস থানার পুলিশ।

বাঁকুড়া – নবেন্দু হাটি