
নরকঙ্কাল উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার মূল অভিযুক্ত
বিধাননগর : সাকিল মুস্তাক
পরিত্যক্ত বাঁশবাগান থেকে নর কঙ্কাল উদ্ধারের চব্বিশ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল ভাঙড় থানার পুলিশ। ধৃতের নাম আকবর মোল্লা। তাঁকে ভাঙড়ের চন্দনেশ্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, এই আকবরই গ্রামের এক তরুণী গৃহবধূ নূরবানুকে খুন করে বাঁশ বাগানের মধ্যে ফেলে রেখেছিল। যা পরে কঙ্কালে পরিণত হয়। এরপর ওই বাঁশ বাগান থেকেই একটি নরকঙ্কাল ও তাঁর সাথে নুরবানুর ব্যবহৃত ব্যাগ, ওড়না, জুতো,টিফিন বক্স উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিখোঁজ নুরবানু বিবির বাবা শেখ নূর আমিনের অভিযোগের ভিত্তিতে আকবর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ভাঙড় থানার ঝিঝেরাইট গ্রামে।
