নলহাটি থানার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হলো নলহাটি থানা প্রাঙ্গনে।আজ ২২ সে অগাস্ট সকাল ১১ টা নাগাদ নলহাটি থানার প্রাঙ্গণে রাখী বন্ধন উৎসব পালন করলেন
নলহাটি থানার ওসি তপাই বিশ্বাসের নেতৃত্বে।পথচলতি ছোট ছোট শিশুদের হাতে রাখি বাঁধলেন থানার আধিকারিক গণ। প্রত্যেক কে মিষ্টি মুখ করলেন থানার পক্ষ থেকে।
নলহাটি বাসি খুশি নলহাটি থানার এই উদ্যোগে।

নলহাটি:সৌগত মন্ডল