২০২২ সালের ২৯ এপ্রিল, সুন্দরবন পুলিশ জেলার মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের হয় – একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে ওই থানার সাব-ইনস্পেক্টর রাজু বিশ্বাস তৎক্ষণাৎ অভিযুক্ত মধুসূদন বৈরাগী নামক বছর চল্লিশের এক অপরাধীকে গ্রেফতার করে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে মামলাটির চার্জশীট দাখিল করেন।

মামলার রায় বেরিয়েছে সদ্য। মহামান্য আদালত অপরাধীকে ২১ হাজার টাকা জরিমানা সহ  ২১ বছরের সশ্রম কারাদণ্ড ও নাবালিকা মেয়েটির পরিবারকে সাড়ে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।