নারায়ণপুর : সাকিল মুস্তক
সকাল থেকে নারায়ণপুর থানার পুলিশ নারায়ণপুর থানা এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালায়। এইদিন পুলিশ মাইকিং-এর মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের সতর্কীকরণ বার্তা দেন। এবং যারা মাস্ক না পড়ে বাইরে বেরিয়েছে তাদেরকে মাস্ক পড়ানো হয় পুলিশের পক্ষ থেকে। শুধুমাত্র বাজারেই নয় পথচলতি মানুষ থেকে শুরু করে বাস সহ বিভিন্ন গাড়ি চালককে এবং যাত্রীদের কেও করোনা নিয়ে সাবধান ও সতর্ক করা হয় পুলিশের পক্ষ থেকে।
