নাশকতা এড়াতে অভিযানে বাঁকুড়া জেলা পুলিশ
বাঁকুড়া : নবেন্দু হাটি
দূর্গা পূজায় নাশকতা এড়াতে অভিযান চালিয়ে যাচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ। আজ বাঁকুড়ার ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারীর নির্দেশে ইন্দাস থানার পুলিশ অভিযান চালিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোসবাগ কলেজ মোড় থেকে চোলাই মদ পাচারের অভিযোগে হাতেনাতে মোটর বাইক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির কাছ থেকে কুড়ি লিটার চোলাই মদ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর,দীর্ঘ দিন ধরেই ওই ব্যক্তি এই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ইন্দাস থেকে জেলার বিভিন্ন প্রান্তে এই চোলাই মদ পাচার করতেন । তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ।
