চারচাকা গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিলো নাগাল্যান্ড ডিমাপুর। জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় পুলিশের। এছাড়াও পুলিশের অনুমান
আর এক ব্যাক্তি এর মধ্যে জরিত আছে।এই গাড়ি চুরি ঘটনাটি হরিয়ানা পুলিশের সাথে যোগাযোগ করা হয় ।
গুল্লু সান কে গেপ্তার করে নিউ জলপাইগুড়ির থানার সাদা পোশাকের পুলিশ।ধৃত গুল্ল শান হরিয়ানা বাসিন্দা।।আজ ধৃত ব্যক্তি কে জলপাইগুড়ির আদালতের পাঠানো হয়। এছাড়াও এক থেকে দুই দিনের মধ্যে হরিয়ানা পুলিশ নিউ জলপাইগুড়ির উদ্যশ্য রওনা দিয়েছে বলে থানা সুত্রে খবর।