সৌমাল্য ব্যানার্জী,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনা কোস্টাল থানার অন্তর্গত হলদিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সাদি গ্রামে এক ১৯ এর যুবকের আত্মহত্যার ঘটনা ঘটলো। সকালে বাড়ির দোতলায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এরপর দীঘা স্টেট জেনারেল হাসপাতালের পরিবারের লোকজন নিয়ে আসে ওই যুবককে। ডাক্তার ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। এরপরই তদন্তে নামে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। মৃত যুবককে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। নিছকই আত্মহত্যা না অন্যকিছু তা তদন্ত শুরু করেছে দীঘা মোহনা কোষ্টাল থানার পুলিশ।
