সৌরভ নস্কর,দক্ষিণ 24 পরগনা :  কাকদ্বীপের নামখানা নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের গণেশ নগর পূর্বপাড়ার তিনজন বাসিন্দা ১.শান্তিরাম দাস ২.শুকদেব দাস ৩.সুশান্ত দাস একই পরিবারের তিন সদস্যসহ, দুই মাস আগে রোজগারের টানে কেরালা ট্রলারে গিয়ে নিখোঁজ। আজ তাদের পরিবার-পরিজনের সাথে কথা বলে কিছু ত্রান সামগ্রী তুলে দিলেন এবং রাজ্য সরকার প্রশাসনের তরফ থেকে সব রকম সাহায্য করলেন ও পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক মন্টু রাম পাখিরা ও জেলা প্রশাসন