inহাওড়া নিবড়া ট্রাফিক গার্ড-এর পক্ষ থেকে 75 তম স্বাধীনতা দিবস পালন করলেন। জাতীয় পতাকা উত্তোলন করেন হাওড়া ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস। উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ড এর সকল পুলিশকর্মীরা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে দেশমাতৃকার বন্দনা করা হয় এই দিন। হাওড়া ডিসি ট্রাফিকের হাত দিয়ে একটি করে ছাতা ও ফ্লুয়োসেন্ট জ্যাকেট তুলে দেন যারা রাস্তায় ডিউটি করেন সেসব পুলিশ কর্তাদের হাতে। পুলিশ নিউজ এর সাক্ষাৎকারে সকলকে 75 তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সহ,সাবধানে গাড়ি চালানোর জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

হাওড়া : দেবাশীষ গুছাইত।