নিষিদ্ধ তরল মাদক ও অস্ত্র সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ।উদ্ধার হয়েছে তিনটি পিস্তল,একটি বড় পাইপগান, ৭ রাউন্ড গুলি,চারটি চোরাই মোবাইল ফোন ও ১০ লিটার নিষিদ্ধ তরল মাদক কোডাইন মিক্সচার।মঙ্গলবার গভীর রাতে গোপালনগর থানার নিমতলা শ্মশান এলাকা তাদের গ্রেফতার করে৷পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আইয়ুব আলী মীর।বাড়ি নদিয়া জেলার চাকদা থানার অন্তরগর্ত সড়কপুর এলাকায়৷ তার সহযোগীর নাম রণবীর চন্দ্র মন্ডল । বাড়ি গাইঘাটা থানা জলেশ্বর আদিবাসী পাড়ায়।অভিযুক্তদের পুলিশ হেফাজতে আজ বনগাঁ আদালতে পাঠানো হয়।
গোপালনগর : শান্তনু বিশ্বাস