চুঁচুড়া থানার পুলিশ বুধবার রাতে দক্ষিণ সিমলা থেকে গ্রেফতার করে জয়ন্ত বাগ নামক এক ব্যক্তিকে। তার কাছ থেকে প্রায় আড়াই লিটার কোডিং মিক্সচার সহ একটি জার আটক করে পুলিশ।জানা যায় মাদক তৈরীতে কাজে লাগে ওই মিক্সচার।পুলিশ জানিয়েছ এর আগে হরিপাল থানায় একবার মাদক মামলায় গ্রেফতার হয়েছিল জয়ন্ত।চুঁচুড়া থানায় তার বিরুদ্ধে একটি খুনের অভিযোগ রয়েছে। চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতি কাশিনাথ দে ওরফে কাশির দলে কাজ করত সে। এদিন ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ।
