
হুগলি :-পলাশ চক্রবর্তী
তিনশো কেজি নিষিদ্ধ শব্দ বাজি সহ আট জনকে গ্রেপ্তার করলো চন্ডিতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,চন্ডীতলা থানার বেগমপুরের খরসরাই,কাপাসারিয়া,রেল গেট,জেলেপারা ও মনসাতলা এলাকায় বাজি তেরী হয়। আর সেই শব্দ বাজি তৈরীর খবর পেয়ে গত রাতে হানা দিয়ে দুশো কেজি নিষিদ্ধ শব্দ বাজি সহ আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলেচন্ডিতলা থানার পুলিশ।
