এবার সহজেই চোখে পরবে বাঁকুড়া জেলা পুলিশের গাড়ী। ভীড়ের মধ্যে পুলিশ গাড়ীকে চিনতে আর কোন অসুবিধা হবে না। সহজেই চিনতে,নূতন সাজে সাজানো হয়েছে বাঁকুড়া জেলা পুলিশের গাড়ী। গাড়িতে লাগানো হয়েছে পুলিশের স্টিকার গ্রাফিক্স। এই রকম ২৫ টি গাড়ী থানা গুলির হাতে তুলে দেওয়া হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আরো 20 টি গাড়িকে বিজ্ঞানসম্মত ও আধুনিক উপায়ে পুনর্বিন্যাস করে। 75 তম স্বাধীনতা দিবসে বাঁকুড়া জেলাবাসীর সেবায় উৎসর্গ করা হয়। দ্বিতীয় পর্যায়ের এই অনুষ্ঠানের শুভসূচনা করেন সম্মানীয় জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার,জেলা শাসক এবং জেলার জেলা ও দায়রা বিচারকের উজ্জ্বল উপস্থিতিতে।

বাঁকুড়া : নবেন্দু হাটি