আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। যার ভয়ে এখন থেকেই সমগ্র বিশ্ব তটস্হ। জনগনকে সুরক্ষিত রাখতে সমগ্র রাজ্যেই জারী হয়েছে নাইট কারফিউ। রাজ্যজুরেই সেই আদেশ পালনের জন্য প্রায় প্রথমদিন থেকেই রাস্তায় নেমেছে পুলিশবাহিনী।
কিন্তু না,তৃতীয় ঢেউ নিয়ে বোধহয় এখনো সচেতন নয় বেশকিছু সাধারণ মানুষ। এত সংক্রমন,এত মৃত্যুতেও চোঁখ খোলেনি তাদের। পুলিশকে ফাঁকি দিয়ে নাইটকার্ফু ভাঙার খেলায় এখন মেতে রয়েছেন একশ্রেণীর মানুষজন। সেই ছবিই ধরা পড়লো দমদম স্টেশন চত্বরের নিকটে দমদম রোডের ওপর। ব্যারাকপুর কমিশনারেটের আয়ত্তাধীন দমদম থানার পুলিশকে বেশ কঠোর ভূমিকায় দেখা গেল সেখানে নাকাচেকিং চালাতে। অপ্রয়োজনে বেরোনো সমস্ত যানবাহনকেই ফেরত পাঠাচ্ছিলেন তারা। এমনকি নীল বাতির গাড়ি,সরকারি স্টিকার লাগানো গাড়িগুলিও চেকিংএর হাত থেকে রেহাই পায়নি। জরুরী পরিষেবা,পন্যবাহী ও যথাযথ কারনছাড়া বাইরে বেরানো গাড়ি বাদে কাউকেই রেহাই দেননি নাকাচেকিং এ থাকা দমদমের ঘুঘুডাঙা ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা। সেখানেই দেখা গেল এখনও মাক্সপড়া নিয়েও অনীহা রয়েছে বেশকিছু গাড়ীর যাত্রীদের মধ্যে। নৈশকার্ফু চলাকালীন দমদমের এই জনবহুল অবস্থার পরিপ্রেক্ষিতে পুলিশ নিউজ প্রেসের তরফ থেকে সাধারন মানুষদের উদ্দেশ্যে অনুরোধ,দয়াকরে নাইটকার্ফু পালন করুন ও মাক্স পড়ুন। বিশেষ কারন ছাড়া বাইরে বেরবেন না। নৈশকার্ফুতে পুলিশের এই নাকাচেকিং কিন্তু আমাদের নাগরিকদের সুস্হ ও সুন্দর জীবনের স্বার্থেই। সকলকে অনুরোধ সরকারদ্বারা জারীকৃত করোনা বিধিনিষেধ যথাযথ পালন করুন ও সমাজকে সুস্থ রাখতে প্রশাসনকে সহযোগিতা করুন।
দমদম : ক্যামেরায় রনক ,
সঞ্জীব পাল
