উত্তর ২৪ পরগনা :  জীবনের চলার পথ যেন থেমে না থাকে। জনৈক ভদ্রলোক নোয়াপাড়া থানা এলাকার বাসিন্দা । একটি জনবহুল বাজারে অস্থায়ী নিরাপত্তারক্ষীর কাজ করেন।তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ও বর্তমানে চলশক্তিরহিত। দরকার একটি হুইল চেয়ার। বহু দরজায় ঘুরে শেষ চেষ্টা হিসেবে কুণ্ঠিত পায়ে হাজির হলেন নোয়াপাড়া থানায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী মজুমদারের উদ্যোগে নোয়াপাড়া থানার তরফে তার হাতে শনিবার তুলে দেওয়া হয় এই হুইল চেয়ারটি।

 

অম্বিকা কুণ্ডু, রিপোর্টার