পলাশ চক্রবর্তী,চুঁচুড়া : পচা মুরগির মাংস বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করল চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।গোপন সূত্রে খবর পেয়ে ফুড ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা যৌথ অভিযান চালায় গতকাল। মুরগির মাংস যে পচা ছিলো তা নিশ্চিত করেছেন ফুড ইনস্পেক্টর। চুঁচুড়ার খরুয়া বাজারে ধৃত বিমলেন্দু দাসের দোকান।তার বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে ৫৬ কেজি মাংস।পুলিশ লাইন,মেস, জেল খানা শহরের বিভিন্ন হোটেলে মাংস সরবরাহ করা হতো বলে জানা গেছে।ধৃত ব্যবসায়ীর নাম বিমলেন্দু দাসকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়।আদালতে যাওয়ার পথে ধৃত জানিয়েছে,কোনো পরীক্ষা ছাড়াই ফ্রিজের মাংস ডেস্ট্রয় বলে লিখে দেন ফুড ইন্সপেক্টর।কোনো পচা মাংস ছিলো না।আমার বাড়িতে সব সময় কুড়ি পঁচিশ কিলো মাংস থাকে।চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তদন্ত করছে।চুঁচুড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।